ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

সফল হল জামায়াত আমিরের হার্ট সার্জারি

২০২৫ আগস্ট ০২ ১৩:২৪:১৬
সফল হল জামায়াত আমিরের হার্ট সার্জারি

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।

তিনি জানান, ডা. শফিকুর রহমানের হার্টে মোট চারটি বাইপাস করা হয়েছে এবং সার্জারি পুরোপুরি সফল হয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি আগামী সাত দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন।

এর আগে, শনিবার ভোর ৬টা ৪৫ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয় এবং সকাল সাড়ে ৮টার দিকে সার্জারি শুরু হয়। চিকিৎসকদের পূর্বাভাস অনুযায়ী, জটিল এই অপারেশনটি শেষ হতে প্রায় চার ঘণ্টার বেশি সময় লেগেছে।

সার্জারির আগে শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, এনজিওগ্রাম রিপোর্টে ডা. শফিকুর রহমানের হার্টে মোট ছয়টি ব্লক ধরা পড়ে। এর মধ্যে তিনটি ব্লক ৮৬ শতাংশ পর্যন্ত এবং বাকি ব্লকগুলো প্রায় ৬০ শতাংশ বন্ধ ছিল।

সার্জারির সময় ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে চিকিৎসার দায়িত্ব পালন করেন।

ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়ার আহ্বান জানানো হয়। তার অসুস্থতার খবর পেয়ে শুক্রবার হাসপাতালে ছুটে যান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং জামায়াতের শহীদ নেতাদের পরিবারের সদস্যরা।

তারা তার দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন। জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজেও এই তথ্য জানানো হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে