ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

স্বপ্নের আমেরিকা থেকে দেশে ফিরলেন ৩৯ বাংলাদেশি

২০২৫ আগস্ট ০২ ১০:৪০:৫৭
স্বপ্নের আমেরিকা থেকে দেশে ফিরলেন ৩৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ফেরত পাঠানো আরও ৩৯ জন বাংলাদেশি শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের তথ্য অনুযায়ী, এর আগে জানানো হয়েছিল—মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে বাস্তবে এসেছেন ৩৯ জন।

প্রতিবেদন অনুসারে, চার্টার্ড ফ্লাইটে ফেরত আসা এসব নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে।

এর আগে বিভিন্ন সময় মোট ১১৮ জন বাংলাদেশিকে একই কারণে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হয়েছে। ফলে প্রতি মাসেই কিছু বাংলাদেশি দেশে ফিরতে বাধ্য হচ্ছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে