ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

লাভের ধারাবাহিকতা ভেঙে লোকসানে ৫ ব্যাংক

২০২৫ আগস্ট ০২ ০০:৩২:৫৬
লাভের ধারাবাহিকতা ভেঙে লোকসানে ৫ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩১টি ব্যাংক এ পর্যন্ত চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এরমধ্যে ৫টি ব্যাংক মুনাফা থেকে লোকসানের মুখে পড়েছে। ব্যাংকগুলো হলো-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এক্সিম ব্যাংক, এনআরবি ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৪ পয়সা।

অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ১০ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৭৪ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ২২ টাকা ০৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ২২ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২১ টাকা ৪৪ পয়সা।

আইএফআইসি ব্যাংক

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) আইএফআইসি ব্যাংকের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা।

অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৩ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৫ টাকা ০২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৬৬ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৯ টাকা ১৫ পয়সা।

এক্সিম ব্যাংক

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) এক্সিম ব্যাংকের শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯০ পয়সা।

অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৪ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১২ টাকা ৭১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল মাইনাস ০.০০৫ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২৪ টাকা ১৪ পয়সা।

এনআরবি ব্যাংক

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) এনআরবি ব্যাংকের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৩ পয়সা।

অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১৫ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৪ টাকা ৭৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৩ টাকা ৬৮ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১২ টাকা ৬৬ পয়সা।

সোশ্যাল ইসলামী ব্যাংক

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) এক্সিম ব্যাংকের শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৩ পয়সা।

অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫০ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ২৭ টাকা ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৭৮ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২০ টাকা ২১ পয়সা।

শেয়ারবাজার অ্যানালাইসিস দেখুন-

শেয়ারবাজারে আমরা কেন লাভ করতে পারিনা?

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে