ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশের কারণে দুঃসংবাদ পেলো ভারত

২০২৫ আগস্ট ০১ ১৮:৩৫:৪৯
বাংলাদেশের কারণে দুঃসংবাদ পেলো ভারত

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামানোর ঘোষণা দেওয়ার পর আজ শুক্রবার (১ আগস্ট) ভারতের পোশাক শিল্পের শেয়ার বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে।

গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়ে জানিয়ে ছিলেন, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। কিন্তু পরবর্তীতে দীর্ঘ আলোচনা শেষে শুল্ক ২০ শতাংশে নামানো হয়।

অপরদিকে, যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক বজায় রেখেছে, যা ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে থাকে এবং প্রযুক্তি ও সাশ্রয়ী শ্রমের কারণে এ বাজারে এগিয়ে রয়েছে। ভারতের পোশাক শিল্প দীর্ঘদিন ধরেই মার্কিন বাজার দখলের চেষ্টা করলেও বাংলাদেশকে ছাপিয়ে যেতে পারেনি। তবে গত মাসে যখন ট্রাম্প বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেন, তখন ভারতের পোশাক শেয়ারে বৃদ্ধি দেখা যায়। শুল্ক কমানোর ঘোষণার পর পরিস্থিতি আবার বাংলাদেশের পক্ষে ফের পরিবর্তিত হয়েছে।

এই ঘোষণার পর ভারতের বড় পোশাক কোম্পানিগুলোর শেয়ার মূল্য উল্লেখযোগ্য হারে কমেছে;

কেপিআর মিলস: ৫%

ওয়েলসপুন লিভিং: ২%

অলোক ইন্ডাস্ট্রিজ: ০.৮%

পিয়ার্ল গ্লোবাল: ৩.৭%

গোকূলদাস এক্সপোর্ট: ২.৬%

কিটেক্স গার্মেন্টস: ৩.২১%

বর্ধমান টেক্সটাইল: ২.৮%

অন্যদিকে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে এবং পাকিস্তানের পণ্যে শুল্ক ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করেছে। পাশাপাশি, যৌথভাবে তেল অনুসন্ধানের চুক্তিও হয়েছে দুই দেশের মধ্যে।

শুল্ক সংশোধনের সর্বশেষ সিদ্ধান্তে দেখা যাচ্ছে, ৫০টিরও বেশি দেশের শুল্ক কমানো হয়েছে, যার মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ এবং আসিয়ানভুক্ত দেশগুলো। তবে একমাত্র ব্যতিক্রম ভারত, যার ওপর পূর্ব ঘোষণা অনুযায়ী ২৫ শতাংশ শুল্ক বজায় রাখা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে