ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

জামায়াত আমিরের বাইপাস সার্জারি নেতৃত্বে ডা. জাহাঙ্গীর কবির

২০২৫ আগস্ট ০১ ১৮:১৭:৫৪
জামায়াত আমিরের বাইপাস সার্জারি নেতৃত্বে ডা. জাহাঙ্গীর কবির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি আগামী শনিবার (২ আগস্ট) সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অনুষ্ঠিত হবে। সার্জারিটি পরিচালনা করবেন দেশের পরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।

বৃহস্পতিবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন,‘প্রিয় রাহবারের সুস্থতা কামনায় আমরা যেন আল্লাহর দরবারে নফল ইবাদত—সালাত, সিয়াম ও সাদাকাহর মাধ্যমে একান্তভাবে দোয়া করি।’

তিনি আরও বলেন,‘আল্লাহ তাআলা যেন আমাদের রাহবারকে দ্রুত আরোগ্য দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার তাওফিক দেন—এই দোয়াই করছি। আমিন।’

বিশেষ করে বরকতময় জুমার দিনে দেশের প্রতিটি মসজিদে জামায়াতের কর্মী ও দ্বীনি সাথীদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানান তিনি।

শেয়ারবাজার অ্যানালাইসিস দেখুন-

শেয়ারবাজারে আমরা কেন লাভ করতে পারিনা?

গত ১৯ জুলাই, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন পরে হাসপাতাল ত্যাগ করলেও তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন।

পরবর্তীতে ২৯ জুলাই করা এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে বাইপাস সার্জারির পরামর্শ দেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে