ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

ট্রাম্পের রোষানলে এশিয়ার এই ৩ দেশ

২০২৫ আগস্ট ০১ ১৭:৫৩:৪৭
ট্রাম্পের রোষানলে এশিয়ার এই ৩ দেশ

নিজস্ব প্রতিবেদক: সংশোধিত শুল্ক তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি পারস্পরিক শুল্ক আরোপ করেছে এশিয়ার তিনটি দেশের ওপর—মিয়ানমার, লাওস ও সিরিয়া। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, সিরিয়ার ওপর ৪১ শতাংশ, এবং মিয়ানমার ও লাওসের ওপর ৪০ শতাংশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এত উচ্চহারে শুল্ক আরোপের কারণ ব্যাখ্যা করেনি হোয়াইট হাউস। সিএনএন বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব দেশের বাণিজ্য সীমিত হলেও এই পদক্ষেপের যৌক্তিকতা প্রকাশ করেনি প্রশাসন।

সিরিয়া: পশ্চিম এশিয়ার এই দেশটি দীর্ঘদিন ধরেই মার্কিন নিষেধাজ্ঞার মুখে রয়েছে। যদিও সম্প্রতি কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, তবুও যুদ্ধবিধ্বস্ত ও প্রায়-ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির জন্য সিরিয়ার আন্তর্জাতিক বাণিজ্য কার্যত অকার্যকর।

মিয়ানমার: ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের কারণে দেশটির ওপর একাধিক মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। যদিও সম্প্রতি কিছু জান্তা-ঘনিষ্ঠ ব্যক্তির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, পুরো দেশ এখনও নিষেধাজ্ঞার আওতামুক্ত হয়নি।

লাওস: যুক্তরাষ্ট্রের সঙ্গে লাওসের বাণিজ্য অত্যন্ত সীমিত হলেও দেশটি এবারও সর্বোচ্চ ট্যারিফের আওতায় পড়েছে। এর পেছনে রাজনৈতিক বা কৌশলগত কারণ রয়েছে কি না, তা স্পষ্ট করা হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে