ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে পিনাকীর স্ট্যাটাস ভাইরাল

২০২৫ আগস্ট ০১ ১৫:১৭:৫৯
বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে পিনাকীর স্ট্যাটাস ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কহার কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) হোয়াইট হাউস এক ঘোষণার মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর ছিল।

এ প্রসঙ্গে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাসে বাংলাদেশের সাফল্যকে “অভূতপূর্ব” বলে উল্লেখ করেন।

পিনাকী তার পোস্টে লেখেন,"বাংলাদেশ আমেরিকার সাথে ট্যারিফ নেগোশিয়েশনে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। আমি বলেছিলাম ধৈর্য ধরেন, ভালো ফল আসবে ইনশাল্লাহ। এসেছে সেই ফল। ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ ট্যারিফ কমিয়ে এখন ২০ শতাংশ করেছে। বাংলাদেশের টিমকে অভিনন্দন।"

স্ট্যাটাসের এক ফুটনোটে তিনি রসিকতা করে যোগ করেন:“যদি ইন্ডিয়ার সমান বা তার চাইতে বেশি হতো ট্যারিফ, তাহলে আমারে ছুলে দিতো সবাই। যেন আমি দেশের ট্যারিফ নেগোশিয়েশন করতেছিলাম।”

এই ঘোষণাকে বাংলাদেশের বাণিজ্য ও কূটনৈতিক ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে