ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

ভারত ভ্রমণে ভিসা নিয়ে নতুন করে যা জানা গেল

২০২৫ আগস্ট ০১ ১৫:১৪:১৮
ভারত ভ্রমণে ভিসা নিয়ে নতুন করে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ভ্রমণের ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ানো হয়েছে। পূর্বে ৮০০ টাকা ছিল এই ফি, যা এখন বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ হার আগামী ১০ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।

এই তথ্য জানানো হয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) জমা দেওয়া আবেদনগুলোর বিপরীতে এ ফি নির্ধারণ করা হয়েছে। এটি মূলত ভিসা প্রক্রিয়ার সুবিধার্থে আইভিএসি কর্তৃক আরোপিত একটি সার্ভিস চার্জ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০১৮ সালের পর এই প্রথম ভিসা প্রসেসিং ফি বাড়ানো হলো। সেবার মান বজায় রাখা এবং অবকাঠামো উন্নয়নের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ভারত সরকার এখনো বাংলাদেশিদের কাছ থেকে কোনো সরকারি ভিসা ফি নেয় না। ফলে ভারত ভ্রমণের জন্য মূল ভিসা ফ্রি থাকছে, শুধুমাত্র প্রক্রিয়াকরণ ফি হিসেবে এই ১,৫০০ টাকা দিতে হবে আবেদনকারীদের।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে