ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

প্রাথমিক ও মাধ্যমিকে বড় পরিবর্তন আসছে

২০২৫ আগস্ট ০১ ১৪:১৫:১৭
প্রাথমিক ও মাধ্যমিকে বড় পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি ও বেসরকারি সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ছুটির সংখ্যা কমানোর পরিকল্পনা করছে সরকার। বর্তমানে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে গড়ে ৭৬ দিন ছুটি দেওয়া হলেও, তা ১৬ থেকে ২০ দিন কমিয়ে ৫৬ থেকে ৬০ দিনের মধ্যে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে আপাতত শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল থাকবে বলে জানিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র।

বিভিন্ন আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগ এবং প্রশাসনিক সিদ্ধান্তের কারণে বছরে ঘোষিত ছুটির বাইরে অতিরিক্ত ছুটি যুক্ত হয়। এতে শিক্ষার্থীদের পাঠদানে বড় ধরনের ঘাটতি দেখা দেয়।

২০২৫ সালের শিক্ষাপঞ্জিতে ছুটি কমানোর কোনো সিদ্ধান্ত না থাকলেও, ২০২৬ সাল থেকে এ পরিবর্তন কার্যকর হতে পারে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সভায় এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-১) বেগম বদরুন নাহার ডলি।

উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা।

প্রাথমিক মন্ত্রণালয় ছুটি কমানোর পক্ষে মত দিলেও, মাউশি এখনও চূড়ান্ত মত দেয়নি। সংশ্লিষ্ট দপ্তরগুলো জানায়, প্রস্তাবটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও পর্যালোচনা করা হবে।

ছুটি কমানোর পাশাপাশি বিদ্যালয়ের কর্মঘণ্টা বাড়ানোর বিষয়েও চিন্তাভাবনা করছে সরকার।

২০২৩ সালের সেপ্টেম্বরে গঠিত ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন পরামর্শক কমিটি’ ইতোমধ্যে একাধিক সুপারিশ জমা দিয়েছে। কমিটির প্রধান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ, বলেন "শেখার ঘাটতি পূরণে ছুটি কমিয়ে কর্মঘণ্টা বাড়ানো জরুরি। পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো ও কার্যকর ব্যবস্থাপনার বিষয়েও গুরুত্ব দিতে হবে।"

কমিটির সদস্যরা জানান, দেশের প্রায় ৮০% প্রাথমিক বিদ্যালয় দুই শিফটে চলে। এতে শেখার সময় সীমিত হয়ে যায়, যা শিক্ষার মানে নেতিবাচক প্রভাব ফেলছে।

অন্যদিকে, কিছু শিক্ষক সংগঠন বিদ্যালয়ের সময়সূচি কমানোর দাবি জানিয়ে আসছে। ২০২৩ সালের ডিসেম্বরে ‘প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ’ দাবি করে, স্কুলের সময় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হোক।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান বলেন "ছুটি কমানোর বিষয়ে একটি সভা হয়েছে। সামনে আরও আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে