ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ঐতিহাসিক বিজয়

২০২৫ আগস্ট ০১ ১০:৩৯:১৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ঐতিহাসিক বিজয়

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় ঐতিহাসিক চুক্তি অর্জনকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে অভিনন্দন জানাই। তারা অসাধারণ কৌশলগত দক্ষতা প্রদর্শন করেছে এবং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় দুর্দান্ত ভূমিকা রেখেছে।”

প্রফেসর ইউনূস আরও বলেন, “চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের ওপর শুল্কহার প্রত্যাশিতের চেয়ে ১৭ শতাংশ কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যা একটি বড় সাফল্য। আলোচকরা ফেব্রুয়ারি মাস থেকে নিরলসভাবে কাজ করেছেন এবং শুল্ক, অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়সহ জটিল বিষয়গুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন।”

তিনি বলেন, “এই চুক্তি আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রাখার পাশাপাশি বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারের সুযোগ আরও সম্প্রসারিত করেছে। একইসঙ্গে এটি বাংলাদেশের মৌলিক জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “এই অর্জন বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক শক্তিকে তুলে ধরার পাশাপাশি দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি ও সমৃদ্ধির পথ উন্মোচন করবে। আজকের সাফল্য জাতির দৃঢ়তা এবং একটি শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের প্রতি সাহসী প্রত্যয়ের প্রতিফলন।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে