ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

তিন খাতের জোয়ারে সূচক ঊর্ধ্বমুখী, ১৬ খাতে চাপা হাহাকার

২০২৫ জুলাই ২৪ ১৫:১৯:০০
তিন খাতের জোয়ারে সূচক ঊর্ধ্বমুখী, ১৬ খাতে চাপা হাহাকার

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজকের লেনদেন শেষ হয়েছে সূচকের ইতিবাচক ধারায়। ডিএসইর প্রধান সূচক আজ ২৮ পয়েন্টের বেশি বেড়েছে। তবে এই ঊর্ধ্বমুখী সূচক বাজারের সার্বিক চিত্রকে প্রতিফলিত করেনি। বরং লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে, যার ফলে বাজারে বিরাজ করেছে এক ধরনের মিশ্র এবং উদ্বেগজনক প্রবণতা।

আজ ডিএসইতে মোট ২০টি খাতের মধ্যে মাত্র তিনটি খাত—বীমা, আর্থিক এবং ব্যাংক খাত—শেয়ারদামে বড় উত্থান প্রবণতা দেখা গেছে। এর মধ্যে বীমা খাত ছিল সবচেয়ে শক্তিশালী। সাধারণ বীমার ৪২টি কোম্পানির প্রতিটির দামই বেড়েছে, আর জীবন বীমার ১৪টির মধ্যে ১৩টির দাম বেড়েছে।

অন্যদিকে, বাকি ১৭টি খাতে ছিল দরপতনের ছায়া। সিমেন্ট খাতের ৭টি কোম্পানির মধ্যে ৭টির দামই কমেছে এবং সিরামিক খাতের ৫টির মধ্যে ৫টির দামই কমেছে। চামড়া খাতে ৮৩.৩৩ শতাংশ, বিবিধ খাতে ৭৬.৯২ শতাংশ, ফার্মা ও রসায়ন খাতে ৭৬.৪৭ শতাংশ, প্রকৌশল খাতে ৭১.১৯ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬০.৮৭ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।

এদিকে, সূচক বাড়লেও লেনদেনের পরিমাণে দেখা গেছে কমতির প্রবণতা। আজকের মোট লেনদেন হয়েছে ৯৫১ কোটি ৭৮ লাখ টাকার, যা আগের দিনের ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকার তুলনায় কম। বাজার বিশ্লেষকদের মতে, এটি বিনিয়োগকারীদের মধ্যে চলমান সতর্ক অবস্থান এবং কিছুটা সন্দেহের প্রতিফলন। আজ দিনশেষে ডিএসইতে ১৬১টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, ১৭১টির কমেছে এবং ৬৬টির দাম ছিল অপরিবর্তিত।

বিশ্লেষকদের মতে, সূচকের এই ঊর্ধ্বগতি কয়েকটি নির্দিষ্ট খাতনির্ভর হওয়ায় এটি বাজারের প্রকৃত অবস্থা তুলে ধরেনি। বরং এর পেছনে একটি অভ্যন্তরীণ দুর্বলতা এবং বিনিয়োগকারীদের এক রকম বিভান্তি কাজ করেছে, যা ভবিষ্যতের বাজারচিত্র নিয়ে কিছুটা প্রশ্ন তৈরি করছে।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ তুলনামূলকভাবে ভালো চিত্র দেখা গেছে। পাঁচটি প্রধান সূচকের মধ্যে চারটি সূচকই ঊর্ধ্বমুখী ছিল এবং মাত্র একটি সূচক কমেছে। মোট ১১৫টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, ৯৯টির কমেছে এবং ৩৫টির দাম অপরিবর্তিত ছিল। বিশেষভাবে উল্লেখযোগ্য, আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৬ কোটি ৬৭ লাখ টাকার। আজ লেনদেন হয়েছে ৫৬ কোটি ১৮ লাখ টাকার।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে