ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

৭৯ বছর বয়সে ট্রাম্পের শরীরের নতুন সমস্যা

২০২৫ জুলাই ১৮ ১৫:২৯:২১
৭৯ বছর বয়সে ট্রাম্পের শরীরের নতুন সমস্যা

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ের গোড়ালি কিছুটা ফোলা এবং ডান হাতের ওপর ছোট কিছু চোটের চিহ্ন দেখা গেছে। এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, এগুলো কোনো গুরুতর সমস্যা নয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি স্পষ্ট করেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। তিনি প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ক্যাপ্টেন শন বার্বাবেলার সই করা একটি চিঠি পড়ে শোনান।

চিঠিতে জানানো হয়েছে, ট্রাম্পের পায়ের ফোলাটা বয়সজনিত একটি সাধারণ রোগ ‘ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি’-এর কারণে হয়েছে। এটি মূলত রক্তনালির স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটলে ঘটে থাকে।

হাতের দাগের বিষয়ে চিকিৎসক বার্বাবেলা বলেন, প্রেসিডেন্ট অতিরিক্ত হ্যান্ডশেক করার পাশাপাশি নিয়মিত অ্যাসপিরিন সেবন করায় তার হাতে কিছু ছোট চিহ্ন দেখা যাচ্ছে। হৃদরোগ প্রতিরোধের জন্য ট্রাম্প নিয়মিত অ্যাসপিরিন খেয়ে থাকেন।

ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে এসব লক্ষণ প্রকাশ পাওয়ার পর তার শরীরে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আল্ট্রাসাউন্ডসহ অন্যান্য পরীক্ষা থেকে কোনো রকম রক্ত জমাট বা গুরুতর অসুস্থতার প্রমাণ পাওয়া যায়নি।

৭৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এই ছবি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন শুরু হয়। কেউ কেউ তার শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

তবে হোয়াইট হাউস ও প্রেসিডেন্টের চিকিৎসকের এই ব্যাখ্যার মাধ্যমে এসব গুঞ্জনে আপাতত কিছুটা শিথিলতা এসেছে।

চিকিৎসক বার্বাবেলা তার চিঠির শেষাংশে উল্লেখ করেছেন, “প্রেসিডেন্টের স্বাস্থ্য এখনো চমৎকার অবস্থায় রয়েছে।”

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে