ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

লাইভে ক্ষমা চাওয়ার পর আ. লীগ নেতার মৃত্যু

২০২৫ জুলাই ১৮ ১৪:৫১:০০
লাইভে ক্ষমা চাওয়ার পর আ. লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান (শহিদ) ফেসবুক লাইভে ক্ষমা চাওয়ার দুই দিন পর মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে পৌরসভার আজিমপুরে নিজের গ্রামের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

শহিদুর রহমান দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নাশকতা ও হত্যা মামলায় কারাবন্দি ছিলেন। দুই সপ্তাহ আগে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফেসবুক লাইভে বক্তব্য দেন। সেখানে তিনি অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে দোয়া প্রার্থনা করেন এবং ‘সময় বেশি নাই’ বলেছিলেন।

তার মৃত্যুতে পরিবারে শোক নেমে এসেছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে