ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

ইসরায়েলের দুই মন্ত্রীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা 

২০২৫ জুলাই ১৮ ১১:৪৪:৩০
ইসরায়েলের দুই মন্ত্রীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ–কে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে এটাই প্রথমবার, কোনো ইসরায়েলি নেতার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হলো।

স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তানিয়া ফায়ন বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে জানান,“ইসরায়েলি সরকারের গাজায় চলমান আগ্রাসন এবং বেসামরিক মানুষের ওপর হামলার প্রতিবাদে এই দুই মন্ত্রীকে আমাদের দেশে অবাঞ্ছিত ঘোষণা করছি।”

তিনি আরও বলেন,“এটি একটি কূটনৈতিক বার্তা—যেখানে আমরা মানবাধিকার লঙ্ঘনের জন্য সরাসরি দায়ীদের চিহ্নিত করছি এবং ইসরায়েল সরকারকে চাপ দিচ্ছি।”

ইতামার বেন-গভির: ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী। কট্টর ডানপন্থী এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদী ও উসকানিমূলক বক্তব্যের জন্য আলোচিত।

বেজালেল স্মোটরিচ: অর্থমন্ত্রী এবং পশ্চিম তীরে বসতি স্থাপন ও সাম্প্রতিক যুদ্ধকে সমর্থনের জন্য আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছেন।

স্লোভেনিয়ার এই ঘোষণা একটি নতুন কূটনৈতিক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। এখন পর্যন্ত বেশিরভাগ ইইউ দেশ ইসরায়েলকে রাজনৈতিক সমর্থন দিয়ে এসেছে, কিন্তু মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সরাসরি নিষেধাজ্ঞার পথ কেউ অবলম্বন করেনি।

বিশ্লেষকরা বলছেন,“এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতিতে মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়ার একটি স্পষ্ট বার্তা।”

‘পারসোনা নন গ্রাটা’ একটি কূটনৈতিক পদবী, যার মাধ্যমে কোনো বিদেশি নাগরিককে অপছন্দনীয় বা অনুপ্রবেশ-অযোগ্য ঘোষণা করা হয়। সাধারণত এই পদক্ষেপ নেয়া হয় কূটনৈতিক শিষ্টাচার ভাঙলে—তবে স্লোভেনিয়ার সিদ্ধান্ত এসেছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে