ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫
Sharenews24

ইন্টারনেট ছাড়াই কাজ করে যে অ্যাপ

২০২৫ জুলাই ১৪ ১২:২৬:৩০
ইন্টারনেট ছাড়াই কাজ করে যে অ্যাপ

নিজস্ব প্রতিবেদক: হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারের বিকল্প হিসেবে বাজারে এলো সম্পূর্ণ নতুন ধরনের এক মেসেজিং অ্যাপ—বিটচ্যাট (BitChat)। ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করতে ডিজাইন করা এ অ্যাপটি তৈরি করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'X'–এর সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি।

বিটচ্যাটের সবচেয়ে চমকপ্রদ দিক হলো—এটি ব্যবহার করতে ফোন নম্বর, ইমেইল এমনকি ইন্টারনেট সংযোগেরও প্রয়োজন হয় না। অ্যাপটি কোনো কেন্দ্রীয় সার্ভার ব্যবহার না করে সরাসরি পিয়ার-টু-পিয়ার পদ্ধতিতে বার্তা আদান-প্রদান করে।

বিটচ্যাট ব্লুটুথ মেশ নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করে। আশেপাশের ব্যবহারকারীদের ডিভাইসের সঙ্গে এনক্রিপ্টেড বার্তা আদান-প্রদান করে এটি। কোনো বার্তা ইন্টারনেটে জমা থাকে না—একটি ডিভাইস থেকে আরেকটিতে সরাসরি পৌঁছায় এবং নির্দিষ্ট সময় পর নিজে থেকেই মুছে যায়।

ব্যবহারকারী চলাফেরা করলে তার ডিভাইস আশপাশের বিটচ্যাট ব্যবহারকারীদের সঙ্গে ‘ব্লুটুথ ক্লাস্টার’ গঠন করে। এতে বার্তাগুলো এক ডিভাইস থেকে আরেকটিতে গিয়ে নির্দিষ্ট প্রাপকের কাছে পৌঁছায়। এই ব্যবস্থা অফ-গ্রিড এবং সেন্সরশিপ প্রতিরোধী।

বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেট বন্ধ বা নজরদারির ঝুঁকি থাকলে বিটচ্যাট হতে পারে একটি কার্যকর বিকল্প। সংকটপূর্ণ সময় বা দুর্যোগের মধ্যেও এটি নিরবিচারে যোগাযোগ নিশ্চিত করতে পারে।

গ্রুপ চ্যাট/রুম: হ্যাশট্যাগ ও পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত

Wi-Fi Direct: ভবিষ্যতে যুক্ত হতে পারে নির্ভরযোগ্যতা বাড়াতে

অনুপ্রেরণা: হংকংয়ের আন্দোলনে ব্যবহৃত বিকেন্দ্রীকৃত প্রযুক্তি

জ্যাক ডরসি এটিকে তার ব্যক্তিগত গবেষণা প্রকল্প হিসেবে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, এতে স্টোর অ্যান্ড ফরোয়ার্ড, রিলে, ব্রিজ ডিভাইস ও শক্তিশালী এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে