ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘শাপলা’ নিয়ে নতুন সংকেত দিলো এনসিপি

২০২৫ জুলাই ১৩ ১৬:৩৮:৩০
‘শাপলা’ নিয়ে নতুন সংকেত দিলো এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজনৈতিক দল এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি) নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য নিজেদের প্রতীক ‘শাপলা’ চাইছে এবং এই প্রতীক না পেলে তারা আইনি ও রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে।

রোববার (১৩ জুলাই) সকালে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের বলেন,“আমরা শাপলার বিকল্প কিছু ভাবছি না। এই প্রতীক আমাদের আদর্শ ও রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জড়িত। শাপলা না পেলে আমরা আইনি পথে যাবো, প্রয়োজনে রাজনৈতিকভাবে মাঠে নামবো।”

রোববার সকাল ১১টায় নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এবং আরও তিনজন কেন্দ্রীয় নেতা।

বৈঠকে নিবন্ধন প্রক্রিয়া, প্রতীক বরাদ্দ এবং নির্বাচনকালীন রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা হয়।

নাসীরুদ্দীন পাটোয়ারী দাবি করেন,“আমরা সব নিয়ম মেনে নিবন্ধনের আবেদন করেছি। দলীয় প্রতীক ‘শাপলা’ আমাদের আন্দোলন ও আদর্শের প্রতিচ্ছবি—এটি ছাড়া নির্বাচন ভাবাও কঠিন।”

এনসিপি দেশের নতুন উদীয়মান রাজনৈতিক দলগুলোর একটি, যারা তরুণ ও সংস্কারপন্থি রাজনীতির ধারক হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলটি ইতোমধ্যে মাঠ পর্যায়ে সংগঠন গড়ছে এবং ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন ও প্রতীক পাওয়ার বিষয়ে তৎপরতা চালাচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে