ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫
Sharenews24

নিম্নমুখী দরেও লেনদেনের নেতৃত্বে তিন কোম্পানি

২০২৫ জুলাই ১৩ ১৬:১৬:৪৩
নিম্নমুখী দরেও লেনদেনের নেতৃত্বে তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : রবিবার (১৩ জুলাই) দর সংশোধনের কারণে টাকার অংকে লেনদেন কমেছে শেয়ারবাজারে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬৫ কোটি ৯৯ লাখ টাকার। এদিন দর কমা সত্বেও লেনদেনের নেতৃত্ব দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইস্ক্রিম এবং সি পার্ল হোটেল। আজ ডিএসইর লেনদেন তালিকায় শীর্ষে অবস্থান করছে এই ৩ কোম্পানি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবয়েচে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ২০ কোটি ৫৭ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৩.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৫ টাকা ৬০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২৫ টাকা ১০ পয়সা থেকে ২৬ টাকা ৪০ পয়সায় উঠানামা করে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১৬ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৪.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৫ টাকা ৩০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯৪ টাকা ৮০ পয়সা থেকে ১০০ টাকা ৪০ পয়সায় উঠানামা করে।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সি পার্ল হোটেলের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১৬ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ২.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৫৮ টাকা থেকে ৬১ টাকা ৭০ পয়সায় উঠানামা করে।

লেনদেন তালিকায় থাকা অপর ৭ কোম্পানির মধ্যে- সিটি ব্যাংকের ১৪ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার টাকার টাকা, বিচ হ্যাচারির ১৪ কোটি ১৮ লাখ ৫৫ হাজার টাকা, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১১ কোটি ৯০ লাখ ৪ হাজার টাকা, কাশেম ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৯ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা, শাহজীবাজার পাওয়ারের ৮ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার টাকা এবং টেকনো ড্রাগসের ৮ কোটি ৩১ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে