ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আমানত, ঋণ ও হিসাব বেড়েছে, তবে কমেছে এজেন্ট-আউটলেট

২০২৫ জুলাই ১৩ ১৬:৫৩:২৩
আমানত, ঋণ ও হিসাব বেড়েছে, তবে কমেছে এজেন্ট-আউটলেট

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয়তা বাড়লেও এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে কিছু ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে হিসাব, আমানত, ঋণ এবং লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে একই সময় এজেন্ট এবং আউটলেটের সংখ্যা কমেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর শেষে হিসাব সংখ্যা ছিল ২ কোটি ৪০ লাখ ৭৮ হাজার। মার্চ ২০২৫ শেষে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার, অর্থাৎ মাত্র তিন মাসে প্রায় ৬ লাখ নতুন হিসাব খোলা হয়েছে।

এ সময় আমানতের পরিমাণও বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৬৩২ কোটি টাকায়, যেখানে ডিসেম্বর শেষে এটি ছিল ৪১ হাজার ৯৫৫ কোটি। লেনদেনের পরিমাণও ৫ হাজার ৭০০ কোটি টাকার বেশি বেড়েছে।

ঋণ বিতরণেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। মার্চ শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৪৬৭ কোটি টাকা, যা তিন মাস আগের তুলনায় ৩৫৫ কোটি টাকা বেশি।

এছাড়া, প্রবাসী আয়েও ঊর্ধ্বমুখী ধারা রয়েছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রবাসী আয় দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার কোটি টাকারও বেশি, যা তিন মাসে প্রায় ৭ হাজার ৭০০ কোটি টাকা বেড়েছে।

তবে এই সব ইতিবাচক চিত্রের বিপরীতে কিছু নেতিবাচক তথ্যও রয়েছে। তিন মাসে এজেন্টের সংখ্যা কমেছে ১৮১টি এবং আউটলেট কমেছে ২২৫টি। বর্তমানে সারাদেশে ১৫ হাজার ৮৩৮ জন এজেন্ট এবং ২১ হাজার ২৩টি আউটলেট কার্যক্রম চালাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “এজেন্ট ব্যাংকিং এখন গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কার্যকর একটি ব্যাংকিং সেবা হিসেবে প্রতিষ্ঠিত। এটি শুধু সঞ্চয় নয়, ঋণ ও প্রবাসী আয় লেনদেনের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে