ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫
Sharenews24

শেয়ারবজারের তিন বীমা কোম্পানির সিইও নিয়োগ

২০২৫ জুলাই ১৩ ২৩:১০:২৯
শেয়ারবজারের তিন বীমা কোম্পানির সিইও নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন সাধারণ বীমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনরায় নিয়োগ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

নিয়োগপ্রাপ্তরা হলেন- প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের আ. হামিদ, সিটি ইনস্যুরেন্স পিএলসির শামীম হোসেন এবং বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স লিমিটেডের সানা উল্লাহ।

আইডিআরএ সূত্রে জানা গেছে, তিন কোম্পানির সিইও-দের মেয়াদ তিন বছর করে নবায়ন করা হয়েছে। প্রাইম ইনস্যুরেন্সের আ. হামিদের মেয়াদ ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৮ সালের ৩১ মে পর্যন্ত। সিটি ইনস্যুরেন্সের শামীম হোসেনের মেয়াদ ২০২৫ সালের ২ জুলাই থেকে ২০২৮ সালের ১ জুলাই পর্যন্ত। বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের সানা উল্লাহর মেয়াদ ২০২৫ সালের ১৬ মে থেকে ২০২৮ সালের ১৫ মে পর্যন্ত।

এ ছাড়া ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানিতে উপদেষ্টা হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাজ্জাদুল হক। তাঁর দুই বছরের মেয়াদ ২০২৪ সালের ২২ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২১ ডিসেম্বর।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে