ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫
Sharenews24

‘আ.লীগের নিবন্ধন স্থগিত হলেও ইসির তালিকায় নৌকা প্রতীক বহাল’

২০২৫ জুলাই ১৩ ২২:২১:৩০
‘আ.লীগের নিবন্ধন স্থগিত হলেও ইসির তালিকায় নৌকা প্রতীক বহাল’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও দলটির প্রতীক ‘নৌকা’ আপাতত নির্বাচন কমিশনের (ইসি) তফসিল থেকে বাদ যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাছউদ।

আজ রোববার (১৩ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা প্রতীক এখনই বাদ দেওয়া হচ্ছে না। কারণ প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য নির্ধারিত প্রতীক নির্বাচন কমিশনের সংরক্ষিত তালিকায় থাকে। কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে তার প্রতীকও তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ নেই।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রস্তাবিত ‘শাপলা’ প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “যেকোনো দল নতুন প্রতীক চাইতে পারে, তবে যেহেতু শাপলা প্রতীক বর্তমানে ইসির তালিকায় নেই, তাই এটি এখনই অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি ভবিষ্যতে নিবন্ধন পেলে কমিশন সে সময় বিষয়টি পর্যালোচনা করবে।”

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও প্রতীক ‘নৌকা’ এখনো তালিকায় রয়েছে। আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি, যেন আইনি ভিত্তিতে এটি তালিকা থেকে বাদ দেওয়া হয়। তিনি জানান, কমিশন তাদের বক্তব্য গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে