ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

১৫ ইমামদের নিয়ে যা জানাল আল আজহার বিশ্ববিদ্যালয়

২০২৫ জুলাই ১২ ১৭:৫৩:১৬
১৫ ইমামদের নিয়ে যা জানাল আল আজহার বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা ১৫ জন তথাকথিত ইমাম সম্প্রতি দখলদার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তারা মুসলিমদের কোনো প্রতিনিধিত্ব করেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান বিদ্যাপীঠ মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়।

গত সপ্তাহে ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইতালি ও যুক্তরাজ্য থেকে আগত এই দলটি ইসরাইল সফর করে। তারা হারজোগের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি সামরিক ও বেসামরিক স্থাপনা ঘুরে দেখেন।

তাদের দাবি, এই সফরের উদ্দেশ্য ছিল মুসলিম ও ইহুদি ধর্মাবলম্বীদের মধ্যে ‘আন্তঃধর্মীয় সংলাপ ও শান্তি প্রতিষ্ঠার বার্তা’ পৌঁছে দেওয়া। তবে আল-আজহার বলছে, তারা এই সফরের নৈতিক ভিত্তি এবং প্রেক্ষাপটকে ‘গভীরভাবে প্রশ্নবিদ্ধ’ মনে করে।

শুক্রবার (১১ জুলাই) ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে আল-আজহার বিশ্ববিদ্যালয় জানায়:“এই ব্যক্তি ও দল ইসলাম বা মুসলমানদের প্রতিনিধিত্ব করে না। তারা ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে নিজেদের নৈতিকতা বিসর্জন দিয়েছে। নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি বিশ্ববাসীর সহমর্মিতা যেখানে প্রয়োজন, সেখানে এ সফর গণহত্যা ও নিপীড়নের বাস্তবতা উপেক্ষা করেছে।”

বিবৃতিতে আরও বলা হয়:“এই বিপথগামী ব্যক্তিরা ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তারা নিজের ধর্ম ও মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”

ইউরোপিয়ান কাউন্সিল অব ইমামস-ও এই সফরের নিন্দা জানিয়েছে। তারা বলেছে:“এই তথাকথিত ইমামরা ইউরোপীয় মুসলিমদের কোনো স্বীকৃত ধর্মীয় প্রতিষ্ঠান বা সংগঠনের প্রতিনিধিত্ব করেন না। তাদের কার্যক্রম ইসলাম ও মুসলিম সমাজের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।”

কাউন্সিল আরও জানিয়েছে, ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের বিষয়টি যেভাবে ইসরায়েলি গণমাধ্যমে প্রচার করা হয়েছে, তা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যমূলক।

এর আগে সোমবার (৭ জুলাই) ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, হারজোগ তার কার্যালয়ে ইউরোপীয় মুসলিম সম্প্রদায়ের ‘ইমাম ও নেতাদের’ সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সঙ্গে শান্তি, সহাবস্থান ও অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয় বলে দাবি করা হয়।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে