ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

মিটফোর্ড হত্যাকাণ্ডের বিষয়ে যা জানালো র‍্যাব 

২০২৫ জুলাই ১২ ১৬:২৮:১০
মিটফোর্ড হত্যাকাণ্ডের বিষয়ে যা জানালো র‍্যাব 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকায় জনসম্মুখে ব্যবসায়ী মো. সোহাগকে হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাহিনীর মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।

তিনি বলেন, গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, ৩ নম্বর গেট এলাকায় সোহাগ নামের এক স্থানীয় ব্যবসায়ীকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

র‍্যাব প্রধান জানান, হত্যাকাণ্ডের পর পরই র‍্যাব গোয়েন্দা তৎপরতা বাড়ায়। শুক্রবার (১১ জুলাই) রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি আলমগীর (২৮) ও ৫ নম্বর আসামি মনির ওরফে ‘লম্বা মনির’ (৩২)-কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ডিজি আরও বলেন, “এই হত্যাকাণ্ডের মূল তদন্ত করছে ডিএমপি। র‍্যাব কেবল ছায়া তদন্তের মাধ্যমে সহায়তা করছে। আমরা তদন্তের গোপনীয়তা বজায় রেখে কাজ করছি এবং সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত আমাদের ছায়া তদন্তের ফলাফল প্রকাশ করার মতো প্রস্তুত নয়। তবে প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘটনাটি স্থানীয় ব্যবসায়িক দ্বন্দ্ব এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে ঘটেছে।”

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে