ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

ব্যাগের দাম ১২২ কোটি টাকা!

২০২৫ জুলাই ১২ ১৫:১৫:০৮
ব্যাগের দাম ১২২ কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদক: চামড়ায় দাগ, রং কিছুটা ম্লান—তবুও এই ব্যাগটির দাম শুনলে চোখ কপালে উঠবে। বিখ্যাত বারকিন ব্যাগের প্রথম কপি, যা ১৯৮৫ সালে ব্রিটিশ অভিনেত্রী জেন বারকিন-এর জন্য বানানো হয়েছিল, সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে প্রায় ১০ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২২ কোটি টাকা।

১৯৮৫ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ব্যাগটি ছিল বারকিনের প্রতিদিনের সঙ্গী। তাঁর নামেই তৈরি হওয়া এই ডিজাইন পরবর্তীতে ফ্যাশন জগতে ‘বারকিন ব্যাগ’ নামে আইকনিক হয়ে ওঠে।

বৃহস্পতিবার সথবিজ-এর একটি বিলাসবহুল ফ্যাশনসামগ্রী নিলামে নয়জন সংগ্রাহকের মধ্যে ১০ মিনিটের টানটান দরকষাকষির পর ব্যাগটি কিনে নেন জাপানের এক ব্যক্তিগত সংগ্রাহক।

সথবিজ হ্যান্ডব্যাগ বিভাগের প্রধান মরগান হালিমি একে “ফ্যাশনের ইতিহাসে এক মাইলফলক” বলে উল্লেখ করে বলেন, “একজন কিংবদন্তি কীভাবে মানুষের মনে প্রভাব ফেলে, এই ব্যাগ তার জ্বলন্ত উদাহরণ।”

এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামী হ্যান্ডব্যাগ। আগের রেকর্ডগুলো ছিল:

২০২২: ‘ডায়মন্ড হিমালয়া বারকিন’ – .৫ লাখ

২০২১: কুমির চামড়ার বারকিন – .৯ লাখ

সর্বোচ্চ আগে: ‘ডায়মন্ড কেলি ব্যাগ’ – .১৩ লাখ

তবে বারকিনের পুরনো কালো চামড়ার ব্যাগ, হীরা বা সোনা ছাড়া শুধু ইতিহাসের জোরেই এই রেকর্ড ভেঙে দিল।

১৯৯৪ সালে জেন বারকিন এইডস গবেষণার তহবিল তুলতে এটি বিক্রি করেন। এরপর ব্যাগটি বহুবার হাতবদল হলেও, প্রদর্শিত হয়েছে নিউ ইয়র্ক ও লন্ডনের নামী জাদুঘরগুলোতে।

২০২৩ সালে মৃত্যুর কিছু আগে জেন বারকিন মজার ছলে বলেছিলেন,“আমি মারা গেলে মানুষ হয়তো কেবল ব্যাগটার কথাই মনে রাখবে।”দেখা যাচ্ছে, কথাটি যে একেবারে ভুল ছিল না!

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে