ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

অভিনেত্রী হুমায়রার মৃত্যু ঘিরে নতুন রহস্য

২০২৫ জুলাই ১২ ১০:৩০:৫৪
অভিনেত্রী হুমায়রার মৃত্যু ঘিরে নতুন রহস্য

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের করাচির একটি অ্যাপার্টমেন্ট থেকে গত ৯ জুলাই উদ্ধার করা হয় জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগর আলির মরদেহ। এর পর থেকেই তার মৃত্যুকে ঘিরে রহস্য ও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই ঘটনায় নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

করাচি পুলিশ জানিয়েছে, হুমায়রার মৃত্যু হয়েছে প্রায় নয় মাস আগে। এত দীর্ঘ সময় পচনশীল অবস্থায় মরদেহ উদ্ধার হওয়ায় দেশটির শোবিজ অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।

চিকিৎসকের তথ্য উদ্ধৃত করে পুলিশ জানায়, মরদেহটি ছিল অত্যন্ত পচনশীল অবস্থায়। ফোন রেকর্ড বিশ্লেষণে দেখা গেছে, হুমায়রার মোবাইল ফোন সর্বশেষ ব্যবহার করা হয় ২০২৪ সালের অক্টোবর মাসে, আর সামাজিক মাধ্যমে তার শেষ একটিভিটি ছিল সেপ্টেম্বরে।

এছাড়া, দীর্ঘদিন বিল না দেওয়ায় অক্টোবর থেকে তার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সেখানে মোমবাতিও জ্বালানো হয়নি বলে জানা গেছে। ফ্রিজের খাবারগুলো ছিল ছয় মাস আগের মেয়াদ উত্তীর্ণ, কনটেইনারগুলোতে মরিচাও পড়েছিল। পানি সরবরাহ বন্ধ থাকায় নলগুলোও শুষ্ক হয়ে গিয়েছিল।

স্থানীয়রা জানিয়েছেন, হুমায়রার ফ্লোর থেকে কোনো দুর্গন্ধ টের পাননি তারা। প্রতিবেশীদের কথায়, তাকে সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে।

হুমায়রা লাহোর থেকে করাচিতে আসার পর থেকে সাত বছর ধরে একাই বসবাস করতেন এবং প্রয়োজন ছাড়া খুব কমই বাইরে যেতেন। বর্তমানে করাচি পুলিশ তার মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত চালাচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে