ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রসহ ৫ দেশের প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ খবর

২০২৫ জুলাই ১০ ১৩:৩৭:১৯
যুক্তরাষ্ট্রসহ ৫ দেশের প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ খবর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) যুক্তরাষ্ট্রসহ নতুন আরও পাঁচটি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বুধবার (১০ জুলাই) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোট আটটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও ওমানে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার অনুমতি পাওয়া গেছে।

ইসি কর্মকর্তারা আরও জানান, বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিতে ৯টি দেশের ১৬টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কাজ চলমান রয়েছে। এসব দেশে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এছাড়া জাপানে আগামী ১৫ জুলাই থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ভোটার নিবন্ধন কার্যক্রম এসব দেশের দূতাবাসের মাধ্যমে পরিচালিত হয়।

নির্বাচন কমিশন আগামীতে ৪০টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে।

ইসির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ৯টি দেশ থেকে প্রায় ৪৭ হাজার ৩৮০টি ভোটার নিবন্ধনের আবেদন পেয়েছে। যাচাই-বাছাইয়ের পর প্রায় ৩ হাজার ৬৯২টি আবেদন বাতিল করা হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে