ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Sharenews24

সারজিস আলমের পোস্টে শাপলা-ধানের শীষ নিয়ে বিতর্ক

২০২৫ জুলাই ১০ ১৩:৩১:৪৩
সারজিস আলমের পোস্টে শাপলা-ধানের শীষ নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, "শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে গ্রহণযোগ্য না হয়, তাহলে ‘ধানের শীষ’ প্রতীকও গ্রহণযোগ্য হতে পারে না।"

বুধবার (৯ জুলাই) রাতের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা’কে নির্বাচনি প্রতীক হিসেবে তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরই তার এই প্রতিক্রিয়া আসে।

সারজিস আলম বলেন,"জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই। কারণ, ইতোমধ্যেই জাতীয় ফল কাঁঠাল একটি নির্বাচনি মার্কা হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর যদি প্রতীকের মাধ্যমেই ভয় পান, তাহলে সেটা সোজাসুজি বলুন।"

তিনি আরও লেখেন,"শাপলা পুরোপুরি জাতীয় প্রতীক নয়, এটি কেবল জাতীয় প্রতীকের একটি অংশ। ঠিক যেভাবে ধানের শীষ, পাটপাতা ও তারকাও জাতীয় প্রতীকের উপাদান। সুতরাং, শাপলা যদি প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও হতে পারে না।"

এর আগে বুধবার সন্ধ্যায়, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, নির্বাচন পরিচালনা বিধিমালার আওতায় ‘শাপলা’কে নির্বাচনি প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে