ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

সরকারি জমি পুনরুদ্ধারে শুরু হলো বড় পদক্ষেপ

২০২৫ জুলাই ১০ ১১:১০:১৮
সরকারি জমি পুনরুদ্ধারে শুরু হলো বড় পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: সরকারি অধিগ্রহণকৃত অব্যবহৃত ও বেদখল জমি সুষ্ঠু ব্যবহারের উদ্যোগ হিসেবে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিন সদস্যবিশিষ্ট এই উপদেষ্টা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা। কমিটির অপর দুই সদস্য হলেন:

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা

কমিটি দেশের বিভিন্ন স্থানে অধিগ্রহণ করা অথচ অব্যবহৃত ও বেদখল জমি শনাক্ত করে তা পুনরুদ্ধার এবং কার্যকর ব্যবহারের জন্য সুপারিশ করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটি প্রয়োজনবোধে যেকোনো সংশ্লিষ্ট কর্মকর্তা বা বিশেষজ্ঞ ব্যক্তিকে সভায় আমন্ত্রণ জানাতে পারবে। তাছাড়া কমিটি ইচ্ছা করলে সহযোগী সদস্য (কো-অপ্ট) নিয়োগ করতেও সক্ষম।

কমিটির সভাগুলো প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং এসব সভার সাচিবিক সহায়তা প্রদান করবে ভূমি মন্ত্রণালয়, বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

সরকারি জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং অনিয়ম রোধে এ কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে