ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

বলিউডে অকালপ্রয়াণের তালিকায় আরেক নাম

২০২৫ মে ২৪ ১২:৪৪:৩২
বলিউডে অকালপ্রয়াণের তালিকায় আরেক নাম

নিজস্ব প্রতিবেদক: বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেবের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। মাত্র ৫৪ বছর বয়সে ২৩ মে রাতে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তার ঘনিষ্ঠ বন্ধু দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে মুকুলের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না। শান্তিতে বিশ্রাম নাও।’

১৯৯৬ সালে টেলিভিশন ধারাবাহিক ‘মুমকিন’-এ ‘বিজয় পাণ্ডে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। এরপর তিনি ‘এক সে বাদ কার এক’ শোতে অংশগ্রহণ করেন এবং ‘ফেয়ার ফাংশন ইন্ডিয়া’ শোয়ের প্রথম সিজন সঞ্চালনা করেন। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় ‘দাস্তাক’ সিনেমা দিয়ে, যেখানে তিনি এসিপি রোহিত মালহোত্রার চরিত্রে অভিনয় করেন।

অভিনয়ের পাশাপাশি মুকুল দেব ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট। তিনি ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমিতে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। বলিউডে একাধিক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। তার অকালপ্রয়াণে সহকর্মী ও অনুরাগীরা গভীর শোক প্রকাশ করছেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে