ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫
Sharenews24

‘সুচিত্রা সেন আওয়ামী লীগ করেননি’

২০২৫ মে ২৩ ১৬:৩৮:৩০
‘সুচিত্রা সেন আওয়ামী লীগ করেননি’

নিজস্ব প্রতিবেদক: পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্রীনিবাসের নাম ‘সুচিত্রা সেন’ থেকে পরিবর্তন করে ‘জুলাই ৩৬ ছাত্রীনিবাস’ করার সিদ্ধান্তে চলছে তীব্র সমালোচনা। এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সুচিত্রা সেন কখনো আওয়ামী লীগ করেননি। তিনি শুধু পাবনার না, বাংলাদেশেরও সাংস্কৃতিক ব্র্যান্ড। অথচ আজ তার নাম সরিয়ে দেওয়া হচ্ছে! লজ্জাজনক।”

এই প্রসঙ্গে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, পাবনা-র সাধারণ সম্পাদক ড. নরেশ মধু বলেন, “এটি কোনো রাজনৈতিক বিষয় নয়। সুচিত্রা সেন রাজনীতির ঊর্ধ্বে ছিলেন। তার নামে থাকা ছাত্রীনিবাসের নাম পরিবর্তন লজ্জাজনক।”

তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, এই নামকরণ নিয়ে একাডেমিক কাউন্সিলে আগে থেকেই আপত্তি ছিল। বর্তমান প্রশাসনের অধীনে কাউন্সিল একমত হয়ে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

পরিবর্তিত নামসমূহ:

শেখ রাসেল ছাত্রাবাস → বিজয় ২৪ হল

বেগম ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাস → আয়েশা সিদ্দিকা (রা.) ছাত্রীনিবাস

সুচিত্রা সেন ছাত্রীনিবাস → জুলাই ৩৬ ছাত্রীনিবাস

মুয়াজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে