ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

১ টন এসি দিনে ৮ ঘণ্টা চালালে মাসে বিদ্যুৎ খরচ যত

২০২৫ মে ২৪ ১২:০১:৪৩
১ টন এসি দিনে ৮ ঘণ্টা চালালে মাসে বিদ্যুৎ খরচ যত

নিজস্ব প্রতিবেদক: গরমে অফিস, বাড়িতে এসি ব্যবহার করেন অনেকেই। অনেকে আবার নতুন এসি কিনতে চাচ্ছেন। এসি ব্যবহারের সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে বিদ্যুৎ খরচ। তবে সঠিকভাবে এসি ব্যবহারে খুব বেশি বিদ্যুৎ খরচ হয় না।

বাজারে এখন দেড় টন এসি বিক্রি বেশি। তবে এখনও অনেকে এক টনের এসি কেনেন। কারণ অনেকের বাড়িতে ছোট ঘর থাকে। সেখানে অনেকেই এক টন এসি ইনস্টল করেন।

ধরে নিন আপনার ঘরে এক টনের একটি এসি রয়েছে এবং সেটি আপনি দিনে টানা ৮ ঘণ্টা ব্যবহার করছেন। যারা কাজের সূত্রে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন তাদের রাতে ৮ ঘণ্টার বেশি এসি ব্যবহারের প্রয়োজনও হয় না।

তাহলে আসুন জেনে নেওয়া যাক একটি এক টনের এসি দিনে ৮ ঘণ্টা চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসতে পারে-

ইলেকট্রিক বিল কত আসবে তা নির্ভর করছে এসি কেমন, তার উপর। আপনার বাড়িতে ইনভার্টার নাকি নন-ইনবার্টার এসি ব্যবহার হয়, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। নন ইনভার্টার এসি হলে বিল একটু বেশি আসবে।

ধরুন আপনার বাড়িতে ফাইভ স্টার ১ টনের এসি চলে রোজ ৬ থেকে ৮ ঘণ্টা। তা হলে আপনার মাসে বিদ্যুত পুড়তে পারে ১৬৫ থেকে ১৭০ ইউনিট মতো। এবার বিদ্যুৎ বিল প্রতি ইউনিট যদি হয় ৭ টাকা ৫০ পয়সা তাহলে এসির এক মাসে খরচ হবে ১৬৫×৭.৫০ = ১২৩৭.৫০ টাকা।

এবার ধরুন আপনার বাড়িতে থ্রি স্টার ১ টন এসি চলে রোজ ৬ থেকে ৮ ঘণ্টা। হলে মাসে বিদ্যুৎ পুড়তে পারে অন্তত ২৪০ থেকে ২৫০ ইউনিট। এবার বিদ্যুৎ বিল প্রতি ইউনিট যদি হয় ৭ টাকা ৫০ পয়সা তাহলে এসির এক মাসে খরচ হবে ২৪০×৭.৫০ = ১৮০০ টাকা। তবে প্রতি ঘণ্টা হিসাব করলে বিল আরও কম হবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে