ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

জামিন পেলেও অভিনেত্রীকে থাকতে হবে কারাগারে

২০২৫ মে ২১ ০৭:৩৩:৫২
জামিন পেলেও অভিনেত্রীকে থাকতে হবে কারাগারে

বিনোদন প্রতিবেদক: সোনা পাচার মামলায় গ্রেপ্তার হওয়া কন্নড় অভিনেত্রী র‍্যানা রাও জামিন পেয়েছেন। তবে জামিন পেলেও এখনই কারামুক্তি মিলছে না তার। অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালত ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করেছে। একইসঙ্গে এই মামলার আরেক অভিযুক্ত কোন্দারু রাজুকেও একই শর্তে জামিন দেওয়া হয়েছে।

তবে জামিনের আদেশ সত্ত্বেও জেলেই থাকতে হচ্ছে র‍্যানাকে। কারণ, তার বিরুদ্ধে ‘বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইন (FERA ও COFEPOSA)’ এর আওতাতেও অভিযোগ রয়েছে। ওই মামলায় এখনও পর্যন্ত তিনি জামিন পাননি।

আদালতের নির্দেশনা অনুযায়ী, জামিনে মুক্তি পেলেও কন্নড় এই অভিনেত্রী দেশত্যাগ করতে পারবেন না। অর্থাৎ তাকে দেশের ভেতরেই থাকতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া কোথাও ভ্রমণ করতে পারবেন না।

উল্লেখ্য, গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন র‍্যানা রাও। এরপর তার বাসায় তল্লাশি চালিয়ে তদন্ত সংস্থা উদ্ধার করে প্রায় ২ কোটি ৬৭ লাখ টাকা নগদ অর্থ এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের সোনা। জিজ্ঞাসাবাদে তিনি এসব সম্পদের বৈধ উৎস দেখাতে ব্যর্থ হন।

পরবর্তীতে তদন্তে জানা যায়, র‍্যানা রাও গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে দুবাই সফর করেছিলেন এবং সেখানে উল্লেখযোগ্য পরিমাণ সোনা কিনেছিলেন। সে সময় তিনি ঘোষণা দিয়েছিলেন যে, ওই সোনা তিনি জেনেভায় নিয়ে যেতে চান। কিন্তু তদন্তে প্রমাণ মিলেছে, ঘোষণা অনুযায়ী বিদেশে না গিয়ে তিনি সেই সোনা নিয়ে ভারতের মাটিতে ফিরে আসেন।

এই ঘটনায় তাকে জড়িত থাকার প্রমাণ মেলায় অর্থ পাচার ও সোনা চোরাচালানের মামলায় গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত এখনও চলমান, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনা হতে পারে।

মিরাজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে