ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

কারামুক্ত হয়ে যা বললেন নুসরাত ফারিয়া

২০২৫ মে ২০ ১৬:৩৯:৪০
কারামুক্ত হয়ে যা বললেন নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা নুসরাত ফারিয়া হত্যা চেষ্টার এক মামলায় গ্রেপ্তার হওয়ার দুই দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান দুপুরে তাঁর জামিন মঞ্জুর করেন। পরে দুপুর সোয়া ১২টার দিকে জামিনের কাগজ কারাগারে পৌঁছায় এবং যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।

মুক্তির পর নুসরাত ফারিয়া নিজের ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসে লেখেন—

“সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।”

গত ১৮ মে, রবিবার থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাঁকে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে পরীবাগ এলাকায় একটি মিছিল চলাকালে হামলার ঘটনা ঘটে, যাতে এক মাদ্রাসাছাত্র গুরুতর আহত হন। সেই ঘটনায় দায়ের করা মামলায় নুসরাত ফারিয়াসহ মোট ২০১ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে