ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫
Sharenews24

নতুন পাসপোর্ট করতে যে নিয়মগুলো মেনে চলতে হবে

২০২৫ মে ২৩ ১৬:২৩:৩৩
নতুন পাসপোর্ট করতে যে নিয়মগুলো মেনে চলতে হবে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়াকে আরও সহজতর করতে নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে এবং কাগজপত্রের ব্যবহার কমিয়ে আনা হয়েছে।

প্রধান পয়েন্টগুলো হলো:

পাসপোর্টের ফরম শুধুমাত্র অনলাইনে পূরণ করতে হবে, কোনো ছবি বা কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই।

জাতীয় পরিচয়পত্র (NID) অথবা ইংরেজি ভার্সনের জন্মনিবন্ধন সনদ (BRC) ব্যবহার করা যাবে।

অপ্রাপ্তবয়স্কদের জন্য পিতামাতার NID নম্বর দিতে হবে।

বয়স অনুযায়ী ভিন্ন দলিল প্রযোজ্য: ১৮ বছরের নিচে শুধু BRC, ১৮-২০ বছরের মধ্যে NID বা BRC, ২০ বছরের উপরে শুধু NID।

আবেদন ফরমে সব তারকা চিহ্নিত ঘর পূরণ বাধ্যতামূলক।

১৮ বছরের নিচের শিশুদের পাসপোর্ট ৫ বছর মেয়াদি ও ৪৮ পৃষ্ঠার হবে।

জরুরি পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সনদ আবশ্যক, সময়সীমা ২ থেকে ১৫ কর্মদিবস পর্যন্ত।

রিইস্যু ও হারানো পাসপোর্টের জন্য প্রাসঙ্গিক দলিল জমা দিতে হবে।

৬৫ বছরের ঊর্ধ্বে এখন ৫ বছর মেয়াদী পাসপোর্টের শর্ত বাতিল হয়েছে।

এই নিয়মগুলো মেনে পাসপোর্ট আবেদন করলে সময় বাঁচবে এবং প্রক্রিয়া হবে দ্রুততর।

মুয়াজ/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে