ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫
Sharenews24

যে কারণে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে স্ট্যাটাস তারপর ডিলিট

২০২৫ মে ২৩ ১৭:৩৩:০৪
যে কারণে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে স্ট্যাটাস তারপর ডিলিট

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই একটি ফেসবুক পোস্ট দেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সেখানে তিনি লেখেন, “প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না।” তবে কিছু সময় পরেই তিনি সেই পোস্টটি মুছে ফেলেন এবং পরে জানান, সেটি ছিল তার ব্যক্তিগত মতামত।

শুক্রবার দুপুরে ফয়েজ আহমদের ওই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই তার পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। বিকেল নাগাদ পোস্টটি মুছে ফেলায় নতুন করে জল্পনা শুরু হয়।

তার পোস্টে নির্বাচন, সরকার পরিচালনা ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। তিনি লেখেন,“অধ্যাপক ড. ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য তার প্রয়োজন আছে।”

তিনি আরও লিখেন,“সরকারকে আরও কার্যকর হতে হবে, উপদেষ্টাদের আরও সক্রিয় হতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে হবে। সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখতে হবে, আবার তাদের প্রতি সম্মানও বজায় রাখতে হবে।”

ফয়েজ আহমদ জানান, নির্বাচন এপ্রিল-মে’র মধ্যে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী এবং এর আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে।

পোস্টের একপর্যায়ে তিনি লেখেন,“আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায় ঘোষণা হবে বলে আশা করি। ইনশাআল্লাহ আমরা হারব না।”

তবে বিকেল ৩টা ৩০ মিনিটে নতুন একটি পোস্টে তিনি বলেন,“মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত। এটিকে সংবাদ হিসেবে প্রচার না করার অনুরোধ করছি।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত থেকে ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাতের পর বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তিনি পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন।

উল্লেখ্য, গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে