ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

১৬ মামলায় শেখ হাসিনাকে অব্যাহতি, যা জানা গেল

২০২৫ মে ২৪ ১০:৫৯:১১
১৬ মামলায় শেখ হাসিনাকে অব্যাহতি, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি প্রচার করা হয়েছে, যেখানে বলা হয়েছে, ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়ের করা ১৬টি মামলার বিষয়ে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক আদালত (ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস) ১৬টি মামলায় তাকে অব্যাহতি দিয়েছে এবং মামলার পরবর্তী শুনানি ২৪ জুন ধার্য করা হয়েছে।’

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (আইসিজে) মূলত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত, সুইজারল্যান্ডে নয়। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে বা তার নামেও এই ধরনের কোনো মামলা বা রায়ের তথ্য পাওয়া যায়নি।

অনুসন্ধানে ফেসবুকে এই ভুয়া দাবির সূত্র পাওয়া গেছে যা ১৯ মে থেকে প্রচারিত হচ্ছে। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স থেকেও এই ধরনের কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

আরও তথ্য অনুসন্ধানে দেখা যায়, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের খবর আছে, যার সঙ্গে শেখ হাসিনার নাম নেই এবং এটি মামলা নয়, বরং তদন্ত আবেদন।

সুতরাং, ‘সুইজারল্যান্ডের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনার ১৬ মামলায় অব্যাহতি’ দেয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে