ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

সরকারি চাকরিজীবীদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা

২০২৫ মে ২৪ ১০:২৮:১৬
সরকারি চাকরিজীবীদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামী অর্থবছরের (২০২৫-২৬) বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে রেশন ভাতা ও সচিবালয় ভাতার মতো অন্যান্য দাবিগুলো একসঙ্গে পূরণ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

সাক্ষাৎকারে ড. সালেহউদ্দিন বলেন, “মহার্ঘ ভাতা দেওয়া হবে, তবে সচিবালয় ও রেশন ভাতা একসঙ্গে দিলে ভাতার পরিমাণ ডাবল হয়ে যাবে। সচিবালয়ভিত্তিক সুবিধা দিলে অন্যান্য সরকারি কর্মচারীরাও সমান সুবিধার দাবি তুলবে, যেটি এখন বাস্তবায়ন সম্ভব নয়।”

রেশন ভাতা প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশ ও বিজিবির মতো বাহিনীগুলো দীর্ঘদিন ধরে মানবিক কারণে রেশন সুবিধা পাচ্ছে। তাদের কাজের ধরণ, জীবনযাপন অনেক কঠিন। সে কারণে এই ভাতা যৌক্তিক। তবে সাধারণ কর্মচারীদের দাবিও বিবেচনায় আছে, যদিও তা তাদের প্রত্যাশিত পরিমাণে দেওয়া সম্ভব নাও হতে পারে।”

ভর্তুকি নিয়ে ড. সালেহউদ্দিন বলেন, “আইএমএফ শর্ত থাকলেও কৃষিখাতে ভর্তুকি কমানো হবে না। তবে এলএনজি, পেট্রোল ও ডিজেল খাতে ভর্তুকি ধীরে ধীরে কমানো হবে। এরই মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে সিস্টেম লস কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি জানান, আসন্ন বাজেটে বকেয়া ভর্তুকি পরিশোধের ব্যবস্থা থাকবে, পরবর্তী সময়ে তা ধাপে ধাপে হ্রাস করা হবে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা কিছুটা বাড়ানো হবে বলে জানান অর্থ উপদেষ্টা। তবে বড় পরিবর্তন আসবে ভুয়া সুবিধাভোগী চিহ্নিত করে তাদের বাদ দেওয়ার মাধ্যমে। তিনি বলেন, “এক কোটি ভাতাভোগীর মধ্যে প্রায় ২০ লাখের কোনো অস্তিত্বই নেই। ডেটাবেজ হালনাগাদ করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছানো গেলে, একই বরাদ্দে আরও বেশি সহায়তা দেওয়া সম্ভব হবে।”

জাতীয় নির্বাচনের জন্য বাজেটে বাড়তি বরাদ্দ রাখা হচ্ছে জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, “নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী বাজেট দেওয়া হবে। আশা করছি, তারা অহেতুক বরাদ্দ চাইবে না। তবে নির্বাচন ঘিরে কিছু ব্যয় হবেই, যেমন: কর্মকর্তা-কর্মচারীদের বহির্গমন, শিক্ষক নিয়োগ প্রভৃতি।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে