ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫
Sharenews24

সাবেক স্বামীর মুখোশ খুললেন সাবেক মডেল

২০২৫ মে ২৩ ১৭:০৯:৩১
সাবেক স্বামীর মুখোশ খুললেন সাবেক মডেল

নিজস্ব প্রতিবেদক: ২০১৪ সালে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে মামলার মাধ্যমে আলোচনায় আসা মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী ফের শিরোনামে। শোবিজ ছাড়ার পর তিনি মাদরাসা শিক্ষক মুফতি মোহাম্মদ তালহা ইসলামকে বিয়ে করেন। এবার ফেসবুকে এক বিস্তৃত পোস্টে সাবেক স্বামীর বিরুদ্ধে তিনি তুলেছেন একাধিক গুরুতর অভিযোগ।

হ্যাপী জানান, স্বামী তার রেস্টুরেন্টের নতুন শাখা খোলার জন্য তাকে আর্থিক সহায়তার জন্য চাপ দিতে থাকেন। অর্থ দিতে অস্বীকৃতি জানালে তালাক দেওয়ার হুমকিও দেন। তার দাবি, বাচ্চাকে ব্যবহার করে তাকে মানসিকভাবে জিম্মি করে রাখা হয়েছিল।

তিনি বলেন, “গত পাঁচ মাসে আমার অনলাইন ব্যবসায় ৪০ লাখ টাকার বেশি বিক্রি হয়েছে, কিন্তু লাভ ছিল ১০–১৫ লাখ টাকার মতো। সেই অর্থ থেকেও তালহা বারবার টাকা দাবি করে। সংসার চালাতাম আমি, অথচ চাপ ছিল সব আমার ওপর।”

হ্যাপীর দাবি, তালহাকে তার পরিবার থেকে বের করে দেওয়া হয়, ফলে তিনি একসময় সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন তার স্ত্রীর উপার্জনের ওপর। পরে পৈতৃক সম্পত্তি বিক্রি করে গাড়ি কিনলেও সংসারে কোনো অবদান রাখতেন না বলে অভিযোগ করেন তিনি।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো, হ্যাপীর দাবি অনুযায়ী, তালহা এখন পর্যন্ত ৯টি বিয়ে করেছেন, যার বেশিরভাগই ছিল রেজিস্ট্রেশনবিহীন। তার অভিযোগ, “ভিন্ন নারীদের আকৃষ্ট করতে বাবার পরিচয় ও গাড়ির দোহাই দেন। ভালো না লাগলে তালাক দিয়ে দেন।”

তিনি আরও দাবি করেন, তালহা নাকি একাধিক নারীকে গর্ভপাত করাতে বাধ্য করেছেন এবং একটি ক্ষেত্রে গর্ভবতী স্ত্রী পালিয়ে গিয়ে শেষ পর্যন্ত সন্তান জন্ম দেন, যাকে তালহার পরিবার পরে স্বীকৃতি দেয়।

হ্যাপীর মতে, তালহা তাকে ফেসবুকে একাধিক বিবাহ ও ধর্মীয় বিষয়ে পোস্ট দিতে বাধ্য করতেন, যা তিনি করতে চাইতেন না। “আমার ফলোয়ার বেশি, তাই সে বলত তুমি লিখো, আমি বলছি মানে করতেই হবে।”

১২ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হ্যাপী স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি বলেন, “আমি শুধু ন্যায়বিচার চাই। আমার সন্তান ও নিজের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”

মুয়াজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে