ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫
Sharenews24

ইউনূসকে ঘিরে নতুন সংবাদে খুশি পিনাকী ভট্টাচার্য

২০২৫ মে ২৩ ১৮:৩৮:০৬
ইউনূসকে ঘিরে নতুন সংবাদে খুশি পিনাকী ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক: প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার ও বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটি শক্তিশালী পক্ষ চরম ভয় ও উদ্বেগে রয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য বদলে যাওয়ায় ওই পক্ষ তাদের স্বার্থ হারিয়ে ফেলেছে, তাই তারা ইউনূসকে লক্ষ্যবস্তু করছে।

"গুড জব!"— পিনাকী ইউনূসবিরোধী শক্তির মুখোশ উন্মোচনে সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে লেখেন, ভবিষ্যতে এমন সংবাদ আরও আসবে।

তিনি বলেন,“প্রফেসর ইউনূসকে নিয়ে একটি পক্ষের যত ভয়।” “কাডাল রানীর আমলে বাংলাদেশ ছিল ভারতীয়দের কাছে দুধেল গাভী।”

তিনি অভিযোগ করেন, আগে পাঠ্যবই ছাপা থেকে শুরু করে বিভিন্ন বড় সরকারি চুক্তি ভারতীয় কোম্পানিগুলোর দখলে ছিল। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে এই চক্রটি তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে।

তার ভাষায়,“ধান্দা হাতছাড়া হওয়ার পর থেকেই সব দায় ফেলা হচ্ছে প্রফেসর ইউনূসের ওপর।”

পিনাকী তার পোস্টে "ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল" সংক্রান্ত একটি ফটোকার্ড বা সংবাদ কাটিং-ও শেয়ার করেছেন, যা তার বক্তব্যকে আরও বিশ্বাসযোগ্য ও প্রাসঙ্গিক করে তোলে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এবং ৮ আগস্ট প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর, বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতি বদলে যেতে থাকে। বিভিন্ন ভারতীয় ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ায় এক শ্রেণির অসন্তোষ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পিনাকী ভট্টাচার্যের পোস্টটি সরাসরি নাম উল্লেখ না করলেও পরোক্ষভাবে ভারতঘেঁষা বা ইউনূসবিরোধী কিছু গোষ্ঠীর দিকে আঙুল তোলে। এটি দেশের চলমান রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক রূপরেখা বোঝার জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে