ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫
Sharenews24

১২ বছরের শিশু লিখে গেল হৃদয়বিদারক চিঠি, তারপর...

২০২৫ মে ২৩ ১৭:২৩:১৯
১২ বছরের শিশু লিখে গেল হৃদয়বিদারক চিঠি, তারপর...

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার একটি মর্মান্তিক ঘটনায় ১২ বছর বয়সী এক শিশু আত্মহত্যা করেছে। দোকান থেকে চিপস চুরির মিথ্যা অভিযোগে অপমানিত হয়ে বিষপান করে সে। মৃত্যুর আগে শিশুটি একটি চিরকুটে লিখে যায়—‘মা, আমি চোর নই’।

শিশুটির নাম কৃষেন্দু দাস, সে সপ্তম শ্রেণির ছাত্র ছিল। শুক্রবার (২৩ মে) গোসাইবার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, শিশুটি বাজার থেকে কুরকুরে চিপসের একটি প্যাকেট নেওয়ার সময় দোকানদার দোকানে উপস্থিত ছিলেন না। সে অপেক্ষা করলেও কাউকে না পেয়ে চলে যায়।

পরে দোকানদার শুভঙ্কর দীক্ষিত শিশুটিকে তাড়া করে ধরে ফেলেন এবং চুরির অভিযোগ তুলে তাকে চড় মারেন ও কান ধরে ওঠবস করান। শিশুটির মা ঘটনাস্থলে এসে সবার সামনে তাকেও মারধর করেন। যদিও শিশুটি বারবার বলছিল, সে চুরি করেনি এবং দোকানিকে পরবর্তীতে টাকা দেবে।

ঘটনার পর ক্ষোভ ও লজ্জায় শিশুটি বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন দরজা ভেঙে দেখে, তার মুখে ফেনা এবং পাশে পড়ে আছে একটি বিষের বোতল। কাছেই পাওয়া যায় একটি চিরকুট, যেখানে লেখা ছিল:

“মা, আমি চোর নই। আমি চুরি করিনি। আংকেল তার দোকানে ছিলেন না, আমি অপেক্ষা করছিলাম। রাস্তায় পড়ে থাকা কুরকুরে চিপস আমি তুলে নিই কারণ আমি এটা খুব পছন্দ করি। আমি চলে যাওয়ার আগে এটাই আমার শেষ কথা। বিষপান করায় আমাকে ক্ষমা করো।”

পরিবার শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হন।

এ ঘটনায় স্থানীয় জনতা দোকানির দোকানে জড়ো হলে তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। পরে তিনি জানান, তিনি শিশুটিকে কোনোভাবে অপমান করেননি বা মারধর করেননি।

এই করুণ ঘটনায় স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে। একজন কিশোর কীভাবে এতটা অপমানবোধে আত্মহননের পথ বেছে নেয়, তা সমাজে মূল্যবোধ, অভিভাবকত্ব ও ন্যায়বিচার নিয়ে গভীর প্রশ্ন তুলছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে