ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

জুলাই ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

২০২৫ মে ২৪ ১০:৪৭:২০
জুলাই ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ মে, জুলাই ঐক্য সংগঠন দেশের সব শক্তিকে একত্র করে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শাহবাগে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। আজ থেকেই সারাদেশে অনলাইন ও অফলাইনে ব্যাপক ক্যাম্পেইন শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ মে) রাতে জাতীয় জাদুঘরের সামনে শাহবাগে আয়োজিত ব্রিফিংয়ে জুলাই ঐক্যের নেতারা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য ফ্যাসিবাদের দোসররা গুরুত্বপূর্ণ পদে বসে ষড়যন্ত্র করছে। সংগঠক এবি জুবায়ের জানান, জুলাইয়ের আন্দোলন দেশের স্বার্থে নিবেদিত, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। তিনি আরও বলেন, “জুলাইয়ের চেতনা বাস্তবায়ন না হওয়ায় আহতদের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়নি।”

ব্রিফিংয়ে নেতারা প্রত্যেকেই ড. ইউনূসের নেতৃত্বে জুলাই আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত ১০ মে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে দলের নিবন্ধন স্থগিত করা হয়। এর আগে, ৬ মে ৩৫টি সামাজিক ও রাজনৈতিক প্ল্যাটফর্মের সমন্বয়ে ‘জুলাই ঐক্য’ আত্মপ্রকাশ করে, যা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গঠিত।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে