ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

আজও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা

২০২৫ মে ২৪ ১০:৪৪:১৫
আজও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা

নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (২৪ মে) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাভাবিকভাবে লেনদেন করতে পারবেন। তবে ব্যাংকগুলো সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে, বাকি সময় লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে।

আগামী ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এবার টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন। এজন্য সরকার আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের মাধ্যমে ছুটি ঘোষণা করেছে। এর আগে গত ১৭ ও আজ ২৪ মে সরকারি ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তাই আজ শনিবারও অফিস খোলা থাকবে।

উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর গত ৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে, যেখানে ঈদ উপলক্ষে ১১ ও ১২ জুন ছুটি এবং ১৭ ও ২৪ মে ছুটির দিনে অফিস খোলা রাখার বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এবার ঈদুল আজহার ছুটি ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন নির্ধারণ করা হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য।

প্রথমে ঈদুল আজহার ছুটি ৫ থেকে ১০ জুন পর্যন্ত মোট ছয় দিন নির্ধারণ করা হয়েছিল। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করায় সরকারি কর্মচারীরা ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে