ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫
Sharenews24

নির্বাচনের টাইমলাইন জানিয়ে যা বললেন রিজওয়ানা হাসান

২০২৫ মে ২৩ ১৫:২৯:৩৩
নির্বাচনের টাইমলাইন জানিয়ে যা বললেন রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক: চলমান রাজনৈতিক উত্তেজনা, অভ্যন্তরীণ অস্থিরতা এবং নানাবিধ জল্পনা-কল্পনার মধ্যেও আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো ধোঁয়াশা নেই বলে জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (২৩ মে) সকালে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন—এই সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। এ সময়সীমার একদিনও এদিক-সেদিক হওয়ার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ এই সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজনে নিরলসভাবে কাজ করছে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে এবং প্রতিটি পদক্ষেপ পরিকল্পিতভাবে বাস্তবায়নের পথে এগোচ্ছে।”

রিজওয়ানা হাসান বলেন, “নির্বাচন নিয়ে গুজব ও বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। আমরা শুরু থেকেই পরিষ্কারভাবে বলেছি—ডিসেম্বর থেকে জুন, এই ছয় মাসই আমাদের কাজের টাইমলাইন। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।”

তিনি আরও যোগ করেন, “এটি এমন এক সময় যখন জাতির ভবিষ্যৎ নির্ধারণ হবে। তাই সকল রাজনৈতিক পক্ষকে সংবেদনশীলতা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করা উচিত।”

নির্বাচন সামনে রেখে সরকার বা উপদেষ্টা পরিষদের ওপর কোনো রাজনৈতিক চাপ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “চাপ বলতে আমরা একটাই চাপ অনুভব করি, সেটা হলো পারফর্ম করার চাপ। দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চাইছি জনগণকে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে।”

তিনি আরও বলেন, “সচিবালয় থেকে যমুনা পর্যন্ত যাওয়া কঠিন হয়ে পড়ছে, রাস্তায় জ্যাম, প্রতিবন্ধকতা—এসব সমাধান সংলাপের মাধ্যমে সম্ভব। এটা বলেই দিচ্ছে, আমরা বাস্তব সমস্যা বুঝি এবং আলাপ-আলোচনায় বিশ্বাস করি।”

ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুঞ্জন চলছে, সেই প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “কিছু দায়িত্ব আছে যা সময়ের সঙ্গে সম্পৃক্ত। এই মুহূর্তে যেকোনো গুজব বা বিভ্রান্তিকর বার্তা দায়িত্ব পালনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়ে যদি কিছু বলার থাকে, তা ড. ইউনূস নিজেই বলবেন।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে