ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫
Sharenews24

সেনাবাহিনীর ভেরিফায়েড পোস্টে জরুরি সতর্ক বার্তা

২০২৫ মে ২৩ ১৫:৩০:৫৯
সেনাবাহিনীর ভেরিফায়েড পোস্টে জরুরি সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী শুক্রবার দুপুরে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সচেতনতামূলক পোস্ট দিয়ে সাধারণ জনগণকে গুজবে কান না দেওয়ার এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।

পোস্টে জানানো হয়েছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ভুয়া তথ্যের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি সেনাবাহিনী ও জনগণের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে।

সেনাবাহিনী কঠোরভাবে বলেছে, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সর্বদা তথ্যের সত্যতা যাচাই করে সচেতন থাকতে হবে।

পোস্টের সাথে ওই ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবিও শেয়ার করা হয়েছে, যাতে সবাই সচেতন থাকতে পারে এবং এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে নিজেকে দূরে রাখতে পারে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে