ঢাকা, বুধবার, ১৮ জুন ২০২৫
Sharenews24

পোপের শেষকৃত্যে

ড. ইউনূসের ৫ হাজার টাকার কুর্তার পেছনের ইতিহাস

২০২৫ মে ২৩ ১৬:০৭:২১
ড. ইউনূসের ৫ হাজার টাকার কুর্তার পেছনের ইতিহাস

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মাত্র ৫ হাজার টাকার কুর্তা পরে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

কাতারে অনুষ্ঠিত আর্থনা সামিটে যোগ দিতে গিয়ে পোপ ফ্রান্সিসের মৃত্যুসংবাদ শুনেন ড. ইউনূস। সফরের দ্বিতীয় দিনে পোপের শেষকৃত্যের বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। দীর্ঘদিনের বন্ধু এবং দরিদ্র-শোষিত মানুষের পক্ষে লড়াই করা খ্রিস্টান ধর্মগুরুকে শ্রদ্ধা জানাতে তিনি অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

তবে শেষকৃত্যে কালো পোশাক পরার প্রয়োজনীয়তা ছিল। দীর্ঘদিন ধরে স্যুট পরা বন্ধ করায় তিনি সাধারণত গ্রামীণ চেকের তৈরি কুর্তা পরেন। সহকারীরা দোহায় খুঁজে পান একটি কালো কোট, কিন্তু কালো কুর্তা না পাওয়ায় বিপত্তি ঘটে।

নামি-দামী মার্কেটে কালো কুর্তার দাম খুব বেশি থাকায় সাধারণ মার্কেট ও দেশীয় দর্জির কাছে খোঁজ নিতে হয়। অবশেষে একজন উপমহাদেশীয় বংশোদ্ভূত দর্জি, যিনি ড. ইউনূসের নাম শুনেই চিনে ফেলেন, অল্প সময়ের মধ্যে কালো কুর্তা তৈরি করে দেন।

সব মিলিয়ে ড. ইউনূসের কালো কুর্তার খরচ হয় মাত্র ৫ হাজার টাকা।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে