ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Sharenews24

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি নিয়ে বিআরইবি’র কড়া বার্তা

২০২৫ মে ২২ ১১:৪৫:০২
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি নিয়ে বিআরইবি’র কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক: পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে শৃঙ্খলাভঙ্গ ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।

২১ মে বুধবার এক কঠোর ভাষার বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, “অফিস শৃঙ্খলা ভেঙে আন্দোলন করে গ্রাহক সেবায় বিঘ্ন ঘটানো এবং ব্ল্যাকআউট ঘটানো দেশকে অকার্যকর করার অপচেষ্টা— যা রাষ্ট্রদ্রোহের শামিল।”

বিআরইবি আরও জানায়:

প্রতি মাসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে যৌক্তিক দাবিগুলো সমাধান করা হচ্ছে।

অভিন্ন সার্ভিস কোড বা একীভূতকরণ রাষ্ট্রীয় সিদ্ধান্তসাপেক্ষ, এটি বিআরইবি’র একক এখতিয়ার নয়।

দমনপীড়নের অভিযোগ ভিত্তিহীন। বরং ৩৫৪ জন স্বামী-স্ত্রীকে চাহিদামতো বদলি করা হয়েছে, যা ‘বিরল নজির’।

বিদ্যুৎ বন্ধ করে দেশের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবা বাধাগ্রস্ত করা হয়েছে, যা “মর্যাদা ক্ষুণ্নের সামিল”।

২০ মে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ৭ দফা দাবিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেয়। দাবির মধ্যে রয়েছে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন ও আরইবি চেয়ারম্যানের অপসারণ।

“বিশৃঙ্খলা সৃষ্টি করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা বরদাস্ত করা হবে না। সরকারের সংস্কারমূলক উদ্যোগে ধৈর্য ও সহযোগিতা দেখানো সবার নৈতিক দায়িত্ব।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে