ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Sharenews24

ইশরাককে নিয়ে এবার মুখ খুললেন নাহিদ

২০২৫ মে ২২ ১১:১৩:৪৮
ইশরাককে নিয়ে এবার মুখ খুললেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি বিশেষ দলের পক্ষ নিচ্ছে এবং বিরোধী দলের প্রার্থীদের বৈধ অধিকার খর্ব করছে।

বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,“আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করছি। দাবি আদায়ের পথেও আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এগোতে চাই। কিন্তু যখন দেখি নির্বাচন কমিশন কোনো মামলায় পক্ষ নিচ্ছে, কোনো প্রতিক্রিয়া দেখায় না—তখন স্পষ্ট হয় তারা নিরপেক্ষ নয়।”

তিনি আরও বলেন,“ইশরাক হোসেনের প্রার্থীতা বাতিলের মামলায় কমিশন কোনো কন্টেস্ট করেনি, আপিলও করেনি। এতে স্পষ্ট হয়েছে, কমিশন নিরপেক্ষতার বাইরে গিয়ে কাজ করছে।”

নাহিদ ইসলাম দাবি করেন, ইসি পুনর্গঠনের দাবি তারা দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন। “আমরা যখন সরকারের ভেতরে ছিলাম, তখনও এই দাবি জানিয়েছি। বাইরে থেকেও বারবার বলেছি যে, ইসি পুনর্গঠন ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”

নাহিদ ইসলাম বলেন,“আগামীকাল আমরা নির্বাচন কমিশনের সামনে যাব। সেখানে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাব। কিন্তু যদি কর্ণপাত না করা হয়, তবে আন্দোলনের তীব্রতা বাড়বে।”

তিনি আরও যোগ করেন,“আমরা গণতান্ত্রিকভাবেই আন্দোলন করবো। কিন্তু দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে জনগণের যে প্রত্যাশা, সরকার তা পূরণ করছে না। বরং সংকট আরও বাড়িয়ে তুলছে।”

সম্প্রতি ইশরাক হোসেনের প্রার্থীতা বাতিল নিয়ে বিতর্ক ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশন মামলার বিপক্ষে দাঁড়ায়নি এবং আপিলেও যায়নি। এনসিপি বলছে, এটি কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণের প্রমাণ।

জাতীয় নাগরিক পার্টি এই ঘটনার প্রতিক্রিয়ায় আন্দোলনে নামার ঘোষণা দেয় এবং ইসি পুনর্গঠনের দাবিকে সামনে এনে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে