ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Sharenews24

বৈষম্যবিরোধী আন্দোলন ছাড়লেন ৩০ নেতা-কর্মী, যোগ দিলেন ছাত্রদলে

২০২৫ মে ২২ ০৫:৫৩:৫৫
বৈষম্যবিরোধী আন্দোলন ছাড়লেন ৩০ নেতা-কর্মী, যোগ দিলেন ছাত্রদলে

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় ৩০ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।

বুধবার (২১ মে) রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক কর্মীসভায় তারা ছাত্রদলে যোগদান করেন।

নবাগতদের ফুল দিয়ে বরণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব, আব্দুর রহিম রনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব ও সাধারণ সম্পাদক মুক্তাদির আল বিরুনী প্রমুখ।

যোগদানের বিষয়ে মাশরাফী মর্তুজা জানান, “আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। আমার ভূমিকার স্বীকৃতি হিসেবে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল। এখন আমি আমার অনুসারীদের নিয়ে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দিচ্ছি।”

নতুন সদস্যদের স্বাগত জানিয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ বলেন, “ছাত্রদলের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। এটা ইতিবাচক রাজনীতির জন্য আশা জাগানিয়া ইঙ্গিত।”

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে