ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

থুতু চাটালেন সাবেক ছাত্রদল নেতা, হাসপাতালে চালক

২০২৫ মে ২১ ১৯:৪৪:২৫
থুতু চাটালেন সাবেক ছাত্রদল নেতা, হাসপাতালে চালক

নিজস্ব প্রতিবেদক: চাঁদা না দেওয়ার অভিযোগে মানিকগঞ্জে এক অটোরিকশাচালককে (সিএনজি) বেধড়ক মারধরের পর মুখে থুতু ফেলে তা চাটানো এবং জোর করে গিলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে। আহত চালক মো. অন্তর মিয়া (৩৩) বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২০ মে) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নবীন নামের এক সাবেক ছাত্রদল নেতার ব্যক্তিগত অফিসে। আহত অন্তর সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাঙ্গালা গ্রামের বাসিন্দা এবং সিংগাইর-হেমায়েতপুর রুটে সিএনজিচালক হিসেবে কাজ করেন।

অন্তরের দাবি, নবীন দীর্ঘদিন ধরেই তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। সর্বশেষ ১৮ মে তাকে ফোন করে ১০ হাজার টাকা নিয়ে অফিসে যেতে বলা হয়। পরদিন নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় পুনরায় ফোন করে অপমানজনক ভাষায় গালাগাল করে দেখা করতে বলেন। দুপুরে সিএনজি মালিক ওমর ফারুককে সঙ্গে নিয়ে নবীনের অফিসে গেলে উপস্থিত众ের সামনে তাকে লোহার রড দিয়ে পেটানো হয় এবং এক পর্যায়ে থুতু ফেলে তা চাটাতে বাধ্য করা হয়।

প্রত্যক্ষদর্শী মালিক ওমর ফারুক বলেন, “আমি হাত-পা ধরে মাফ চেয়েছি। বলেছি প্রয়োজনে ব্যবসা বন্ধ করে দেব, তবু চালককে মারবেন না। কিন্তু তারা আমার অনুরোধ অগ্রাহ্য করে চালককে নির্দয়ভাবে মারধর করেছে এবং ন্যাক্কারজনকভাবে থুতু চাটিয়েছে।”

অভিযুক্ত নবীন এ অভিযোগ অস্বীকার করে বলেন, “পরিবহণের সিরিয়াল নিয়ে অন্তরের সঙ্গে অন্যান্য চালকদের দ্বন্দ্ব ছিল। সমঝোতার জন্য তাকে অফিসে ডাকা হয়েছিল, সেখানে কিছু শ্রমিকও ছিলেন। মারধর বা অপমানের কোনো ঘটনা ঘটেনি।”

তবে জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নবীনের যুবদলের কোনো পদ নেই। তিনি একসময় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার বলেন, “যদি কোনো নেতাকর্মী অনৈতিক কাজ করে থাকে, তা প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, “এখনও থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে