ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Sharenews24

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি তারেক রহমানের

২০২৫ মে ১৯ ২২:৪১:৪৬
ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দেখতে চায়। লন্ডনের একটি হোটেলে আয়োজিত প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোববার (১৮ মে) স্থানীয় সময় রাতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমরা চাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক। দেশের মানুষ এমন একটি নির্বাচন চায়, যার জন্য আমরা গত ১৫ বছর ধরে লড়াই-সংগ্রাম করে আসছি। এই পথে আমাদের অনেক নেতা-কর্মী, সহকর্মীকে হারাতে হয়েছে।”

তিনি বলেন, “কেন এই গুম, খুন, হত্যা? হাজার হাজার মানুষ গুম ও হত্যা করা হয়েছে—বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল, সাধারণ মানুষ ও সাংবাদিকরাও এর শিকার হয়েছেন। এর একটি বড় কারণ হচ্ছে রাজনৈতিক অধিকার হরণ। আমাদের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”

বিএনপি ক্ষমতায় গেলে ঢাকায় ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরি করার ঘোষণা দিয়ে তারেক বলেন, “প্রতিটি খেলার মাঠ দুইটি ওয়ার্ডের মাঝামাঝি তিন থেকে চার বিঘা জমিতে নির্মাণ করা হবে। যেখানে শিশুরা খেলবে, বয়স্করা হাঁটাহাঁটি করতে পারবেন—আমরা এমন চিন্তাভাবনা করছি।”

তারেক রহমান জানান, তরুণ ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য বিকেএসপির চারটি বিভাগীয় অফিস সম্পূর্ণভাবে কার্যকর করা হবে। দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে তার দল অগ্রাধিকার দেবে বলেও তিনি মন্তব্য করেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে