ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫
Sharenews24

ইউটিউবে চালু হচ্ছে নতুন ৫ সুবিধা

২০২৫ মে ০২ ১১:১৮:১৪
ইউটিউবে চালু হচ্ছে নতুন ৫ সুবিধা

নিজস্ব প্রতিবেদক: ছোট আকারের ভিডিও তৈরিতে জনপ্রিয় ইউটিউব শর্টসে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন পাঁচটি সুবিধা। এসব টুলের মাধ্যমে নির্মাতারা আরও সহজে সৃজনশীল ও আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন বলে জানিয়েছে ইউটিউব।

নতুন সুবিধাগুলো হলো:

১. উন্নত ভিডিও সম্পাদনা:

অ্যাপভিত্তিক এ ফিচারে ভিডিও ক্লিপ কাটা, গান ও বার্তা যুক্ত করা, বিন্যাস পরিবর্তনসহ বিভিন্ন সম্পাদনার কাজ আরও সহজ হবে।

২. গানের সঙ্গে ভিডিওর স্বয়ংক্রিয় সামঞ্জস্য:

ভিডিও স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত গানের বিট ও সুরের সঙ্গে মিলিয়ে চলবে, ফলে আলাদা করে সম্পাদনার প্রয়োজন কমবে।

৩. ছবি থেকে শর্টস টেমপ্লেট তৈরি:

ফোনের গ্যালারি থেকে ছবি নিয়ে শর্টস টেমপ্লেট বানানো যাবে। সঙ্গে থাকবে ভিজ্যুয়াল ইফেক্ট যুক্ত করার সুযোগ।

৪. এআই স্টিকার তৈরি:

লিখিত প্রম্পট দিয়ে সহজেই এআই-নির্ভর স্টিকার তৈরি করে ভিডিওতে যুক্ত করা যাবে, যা ভিডিওকে আরও সৃজনশীল করে তুলবে।

৫. 'ব্রেইনস্টর্মিং বাডি' টুল:

জেনারেটিভ এআই-চালিত এ টুলটি ব্যবহার করে নির্মাতারা ভিডিও আইডিয়া, থাম্বনেইল এবং আকর্ষণীয় শিরোনাম তৈরি করতে পারবেন।

ইউটিউব জানিয়েছে, এগুলো পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে